শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

প্রজন্ম ২০০১ এর উদ্যোগে শিক্ষা উপকরন, চিকিৎসা সামগ্রী ও শীত বস্র বিতরন।

প্রজন্ম ২০০১ এর উদ্যোগে আজ শুক্রবার (১৭ জানুয়ারী) মোংলার জয়মনিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরন, চিকিৎসা সামগ্রী ও শীতার্তদের শীত বস্র বিতরন করা হয়েছে।
সকালে সুন্দরবন সংলগ্ন জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুই শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় গরীব চার শতাধিক শিক্ষাথীদের মাঝে প্রজন্ম খাতা,কলম,পেন্সিল,পেস্ট, ব্রাশ,খাবার স্যালায়ন,বিস্কুট,চিপস ও কম্বল ইত্যাদি দেয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি সদস্য সহ মোংলা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন শরীফ ও এলাকার গন্যমান্য বাক্তিবর্গ ও প্রজন্ম ২০০১ এর শওকত মন্জুর শান্ত,মাহমুদ রুবেল,আবদুর রহমান শেখ,ফাহিম আদি,ঝহিরুল ইসলাম,কাজী জামাল,মুশফিকুর রহমান,নাজমুল শাহাদাৎ নাজিম ও জাহিদ পাটোয়ারী থেকে ওই সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার হার বাড়াতে একটি জরিপ এর ফলাফল সবার সামনে উপস্থাপন করা হয়। ওই সময় বাল্য বিবাহ রোধে একটি কমিটি গঠন করা হয়। এ সময় প্রজন্ম ২০০১ এর প্রতিষ্ঠাতা সাংবাদিক সওকত মন্জুর শান্ত বলেন,তাদের সংগঠনটি মানবতার জন্য কাজ করে যাবে। এর অংশ হিসেবে জয়মনি এাণ বিতরন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার আগ্রহ সৃষ্টি,স্বাস্থ্য সচেতনতা,বাল্য বিবাহের ক্ষতিকারক দিক জাগিয়ে তোলা হচ্ছে প্রজম্ন চ্যারিটি ক্লাবের মুল উদ্যেশ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন