মোংলা প্রতিনিধি : বাগেরহাট জেলার মোংলা থানার চিলা ইউনিয়ানে সুপেয় পানির আভাবে দিসেহারা এলাকাবাসি। এই ইউনিয়ানে সরকারি ও এনজিও এর উদ্দগে চার থেকে পাঁচটি পুকুর খনন করা থাকলেও বর্তমান জলবায়ূর কারনে সমুদ্রের তীব্র লবনক্ততার জন্য পুকুরের পানি লবনে পরিনতি হচ্ছে। যে পানি পান করলে বিভিন্ন পানি বাহিত রোগে আক্রন্ত হচ্ছে। জানা গেছে,প্রতি বছর গ্রীষ্ম মৌসুম আসলেই এলাকায় তীব্র পানি সংকট দেখা। এলাকায় জনসংখ্যার বাড়ার সাথে সাথে পানির চাহিদাও বাড়ছে কিন্তু সে তুলনায় পানি পাওয়া যাচ্ছেনা।।কিছু বাড়ি পানির ট্যংকিতে বৃষ্টি পানি মজুত রেখে প্রতি লিটার 1 টাকা করে বিক্রয় করে।যেটা হত দরিদ্র মানুষের পক্ষে ক্রয় করে খাবার মত সার্মাত নাই।এ দিকে জয়মনিতে আছে সর্ববৃহওর খাদ্য গুদম(সইলো) যেখানে প্রতিদিন 33 হাজার লিটার পানি ওয়াস হয়। কিন্তু সেই পানি 5 হাজার লিটার ও তাদের কজে লাগেনা বাকি পানি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের সাথে কথা বলে যানা যায় এই পানি বাইরে দেওয়ার অনুমতি নাই।ইউনিয়ানবাসি ও ইউপি প্রতিনিধির সাথে কথা বললে যানা যায় সরকার যদি পুকুর গুলো সঠিক ভাবে খনন ও প্রতি পরিবারে জন্য একটি ট্যংকি দেয় তাহলে কিছুটা সুপেয় পানির সংকট কাটবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন