শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

বহুল আলোচিত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজের সময়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাগেরহাটের রামপালে নির্মাণাধীন বহুল আলোচিত কয়লা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজের সময়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে রামপাল উপজেলার সাপমারী-কৈর্গদাসকাঠি মৌজায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম সজীব। বয়স ১৫ বছর। তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামে বলে জানা গেছে।
নির্মাণ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নির্মাণ কাছে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু বলতে চাননি।
ওই দুর্ঘটনায় আরো অন্তত দু’জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে ঘটনার সত্যতা স্বীকার করে বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, ‘শুক্রবার বেলা তিনটা, সাড়ে তিনটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের লোহার রড ইলেকট্রিক মেশিনে মাধ্যমে কাটার সময় এক শ্রমিক সর্ট সার্কিটের মাধ্যমে বিদ্যুৎতায়িত হন। এসময় আরও দুই শ্রমিক তাকে ছাড়াতে গিয়ে আক্রান্ত হন। পরে অন্যরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।’
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীব নামে এক শ্রমিকের মৃতুর খবর শুনেছেন জানিয়ে তিনি বলেন, নিহতের মরদেহ খুলনার সোনাডাঙা মডেল থানা উদ্ধার করেছে। নিহত ওই শ্রমিক ভারত-বাংলাদেশ মৈত্রী ফ্রেন্ডশীপ কোম্পানির নিয়োগ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে প্রকল্প এলাকায় একটি সেডের নির্মাণ কাজ করছিল।
তবে ওই ঘটনায়  পর শুক্রবার দিনগত রাত পৌনে ১২টা পর্যন্ত সংশ্লিষ্টরা থানা পুলিশকে এবিষয়ে কিছুই জানায়নি।
খুলনা মেডিকাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিহত সজিবকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
অাহত দুজন না তিনজন তা নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে এক জনের বয়স ১৬ বছর বলে জানা গেছে।
এবিষয়ে জানতে রাতে রামপাল বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক (গনসংযোগ) আনোয়ারুল আজিমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।
সংশ্লিষ্টদের নিয়োগকৃত স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুলতান মাহমুদ মুঠোফোনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমার হাতে নেই। আমি আহতদের চিকিৎসাসেবা নিয়ে খুলনায় ব্যস্ত আছি।’
বিষয়টি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দেখছেন বলে ফোনের লাইনটি কেটে দেন তিনি।
সুএ: বাগেরহাট ইনফর। 

গাছের সঙ্গে বেধে শিশু নির্যাতন, ইংরেজ আলী গ্রেফতার


রংপুরে চোর সন্দেহে শিশু লিমনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ইংরেজ আলী ও তার ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হাসান জানান, বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর উপজেলার হোসেন নগর থেকে তাদের গ্রেফতার করা হয়। এরআগে, লিমনের ভাই মিল্লাত বাদী হয়ে থানায় মামলা করেন।গত ২৬শে আগস্ট ৫০ টাকা চুরির অভিযোগ তুলে, লিমনকে মারধর করে স্থানীয় ইংরেজ আলী ও তার ছেলে জাহিদুল। এরপর বারান্দার খুঁটি ও গাছের সঙ্গে বেধে রেখে নির্যাতন চালানো হয়। ছয় ঘণ্টা পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা
সুএ :সময় টিভি। 

শনিবার ঢাবিতে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


আগামীকাল (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করা হবে।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবন উদ্বোধন করবেন। তিনি আনুমানিক বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
এ জন্য ক্যাম্পাস বাদ দিয়ে বিকল্প রাস্তায় চলাচল করতে সর্বসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ শনিবার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবন উদ্বোধন করার কথা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বসাধারণ ও সংশ্লিষ্টদের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে। এক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকলকে পরামর্শ দেয়া হয়েছে
ক্যাম্পাসে চলাচলকারীদের সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছেন।

বৃষ্টির অভাবে বিপাকে কুড়িগ্রামে কৃষকরা


ভাদ্রের মাঝামাঝি সময় পার হলেও কাঙ্ক্ষিত পরিমাণে বৃষ্টির দেখা মিলছে না। ফলে আমন আবাদ নিয়ে বিপাকে পড়েন কুড়িগ্রামের কৃষকরা। তাই বাধ্য হয়ে সেচযন্ত্র চালু করে উপযুক্ত সময়ের মধ্যে আবাদ শেষ করতে গিয়ে বাড়তি খরচের ধাক্কায় পড়েছেন তারা।জমি কর্দমাক্ত করে আমনের চারা রোপণ করতে হয়। আর এজন্য বৃষ্টির পানি হচ্ছে ভরসা। কিন্তু এবার কুড়িগ্রামে কাঙ্খিত পরিমাণে বৃষ্টি হচ্ছে না। জেলার রাজারহাটের আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত বছর জুলাইয়ে ৪শ ১৩ দশমিক ৫ এবং আগস্টে ৪শ ১১ দশমিক ৫ মোট ৮২৫ মিলিমিটার বৃষ্টি হয়। আর এবার জুলাইয়ে ১শ ৫১ দশমিক ১ এবং আগস্টে ৮১ দশমিক ৬ মোট ২শ ৩২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে জমিগুলো নিরস হয়ে আছে। এ অবস্থায় প্রায় ১৬ হাজার গভীর, অগভীর এবং এলএলপি সেচযন্ত্র চালু করে উপযুক্ত সময়ের মধ্যে আমান আবাদ শেষ করার চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। পাশাপাশি ক্ষেতে আগাছার পরিমাণও বেড়ে গেছে। এতে বাড়তি খরচ ঘাড়ে চাপায় দিশেহারা তারা।

কৃষকরা জানান, বেশ চিন্তায় ছিলাম। এখন শ্যাল মেশিন দিয়ে পানি দিতে গিয়ে ঘণ্টায় ১২০ দিতে হচ্ছে।

অন্য আরেক কৃষক জানান, আমরা এত টাকা দিয়ে জমিতে পানি দিচ্ছি। আমাদের সেই টাকা 
উঠবে কি না উঠবে না। সেটাও বলতে পারতেছিনা
সুএ :সময় টিভি

ডিমলায় স্কুল ছাত্রীর বাল্য বিয়ে ঢাকতে ইউএনও সামনে কনে সাজলো ভাবী


 নীলফামারী ৩১ আগস্ট॥ স্কুল ছাত্রীর বাল্যবিয়ের অনুষ্ঠান চলছে। বরযাত্রী এসে হাজির। খবর পেয়ে সেখানে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহার। সঙ্গে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। পরিস্থিতি ঘোলাটে দেখে বাল্য বিয়ের কনে নবম শ্রেনীর ছাত্রীর অভিভাবকরা ঠিক সিনেমা নাটকের মতো কাহিনী তৈরী করে কৌশল অবলম্বন করলেন। তারা এটি বাল্য বিয়ে নয় প্রমান করতে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করলেন বাল্য বিয়ের কনে নবম শ্রেনীর ছাত্রীর ২২ বছরের ভাবী লাকী আক্তারকে কনে সাজিয়ে। এমন সময় ধরা পড়ে যায়, কনে সেজে যে নারী ভ্রাম্যমান আদালতের সামনে দাঁড়িয়েছে তার গর্ভে ৭ মাসের সন্তান। ভ্রাম্যমান আদালত বিষয়টি ধরার সঙ্গে সঙ্গে যার বাল্য বিয়ে সেই স্কুল ছাত্রী ঘর হতে বেরিয়ে জানান দিলো তাকে জোড় করে বাল্য বিয়ে দেয়া হচ্ছে। ছাত্রীটি উচ্চশিক্ষায় শিক্ষিত হবার মনবাসনা প্রকাশ করে তার বাল্য বিয়ে রুখে দেবার জন্য ভ্রাম্যমান আদালতার কাছে হাতজোড় করে অনুরোধ করতে থাকতে। সইে সঙ্গে অপরাধ স্বীকার করে ছাত্রীর বাবা মা ও ভাবী ক্ষমা প্রার্থনা করতে থাকে। এ সময় ভ্রাম্যমান আদালত বাল্য বিয়ে বন্ধ ও অর্থদন্ড ও অভিভাবকদের কাছে মুচলেকা আদায় করে।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামে।
জানা যায়, কনে ওই গ্রামের রমজান আলীর মেয়ে ও দোহলপাড়া আদর্শ স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী আসমা আক্তার। অপর দিকে বর হলো একই উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে জিয়ারুল ইসলাম(২২)।
একদিকে আইনকে বৃদ্ধাআঙুল দেখিয়ে স্কুল ছাত্রী মেয়ের বাল্য বিয়ের আয়োজন অপর দিকে ঘটনা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা এবং সরকারী কাজে বাধা প্রদানের অপরাধে ভ্রাম্যমান আদালত স্কুল ছাত্রীর বাবা ও মাকে ১০ হাজার এবং বরকে ৩ হাজার সহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করে। সেই সঙ্গে স্কুল ছাত্রীর মেয়ের বাল্য বিয়ে না দেয়ার মুচলেকা লিখে নেয়।
এ সময় উপস্থিত ছিলেন খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ইউপি সদস্য মকবুল হোসেন, ডিমলা থানার এসআই ইলিয়াছ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

রংপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেকানিক কর্তৃক শিক্ষিকাকে ধর্ষণ; থানায় মামলা


শেখ রাফসান মংলা প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে মাদ্রাসার এক শিক্ষিকাকে(৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক আনোয়ার হোসেনর বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার রাতে তারাগঞ্জ থানায় ওই শিক্ষিকা আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক আনোয়ার হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে ২৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার দৌলতপুরের একটি বাসায় তারাগঞ্জে হাড়িয়ারকুঠি দাখিল মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণ করেন। এরপর ওই শিক্ষিকা আনোয়ারকে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকার করেন।
ওই শিক্ষিকা অভিযোগ করেন, দেড় বছর আগে মুঠোফোনে আনোয়ারের সঙ্গে পরিচয় হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ২৬ আগস্ট আনোয়ার দৌলতপুরের একটি বাসায় আমাকে ডেকে নেন। একপর্যায় সেখানে আমাকে ধর্ষণ করেন। এখন বিয়ের কথা বললে আনোয়ার অসম্মতি জানান। বাধ্য হয়ে আমি আনোয়ারের বিরুদ্ধে মামলা করি। মামলা করার পর আনোয়ার আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল বৃহস্পতিবার বিকালে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আনোয়ারকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী বলেন, আমি তেমন কিছু জানিনা তবে বিশেষ কারণে আনোয়ার দুই দিন থেকে হাসপাতালে অনুপস্থিত আছেন। তাকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখানো হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, শিক্ষিকার অভিযোগ পেয়ে থানায় তা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ওই কর্মচারীকে গ্রেপ্তার করা হবে।

এরা বুড়া হয়ে গেছে : পাপন


শেখ রাফসান মংলা প্রতিনিধি ঃ বাংলাদেশ ক্রিকেটে নারী কেলেঙ্কারি সহ, অসৌজন্য মূলক আচরন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি ক্রিকেটারকে বিসিবি ভবনে ডাকা হয়েছে। এই তিন জন হলেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেন।

হঠাৎ কেউ স্ট্রোক করলে কি করবেন? আপনিও পারেন জীবন বাচাতে সাহায্য করতে, জেনে নিন পদ্ধতি।


প্রথমবার্তা ডেস্ক রিপোর্ট :      হঠাৎ কেউ স্ট্রোক করলে- স্ট্রোক অাজ অকালে কেড়ে নিচ্ছে মানুষের প্রান৷ যদি দেখেন কারো স্ট্রোক হচ্ছে তাহলে রোগীকে বাঁচানোর জন্য আপনাকে জরুরীভিত্তিতে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে
যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয় তখন তার রক্তচাপ বেড়ে যায়, মস্তিষ্কে রক্তক্ষরন হয় ও মস্তিষ্ক কোষ ধীরে ধীরে প্রসারিত হয়। এসময় একজন মানুষের জরুরী ভিত্তিতে ফার্স্ট এইড এবং বিশ্রামের প্রয়োজন হয়।
যদি স্ট্রোকে আক্রান্ত রোগী দেখেন তবে তাকে তাৎক্ষনিক সরানো যাবে না কারন মস্তিষ্কে রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে, এটা ভাল হবে যদি আপনার বাড়ীতে পিচকারি সুই থাকে, অথবা সেলাই সুই থাকলেও চলবে, আপনি কয়েক সেকেন্ডের জন্য আগুনের শিখার উপরে সুচটিকে গরম করে নেবেন যাতে করে এটি জীবাণুমুক্ত হয়৷তারপর রোগীর হাতের ১০ আঙ্গুলের ডগার নরম অংশে ছোট ক্ষত বা বিদ্ধ করতে এটি ব্যবহার করুন।
এমনভাবে করুন যাতে প্রতিটি আঙুল থেকে রক্তপাত হয়, কোন অভিজ্ঞতা বা পূর্ববর্তী জ্ঞানের প্রয়োজন নেই। কেবলমাত্র নিশ্চিত করুন যে আঙ্গুল থেকে যথেষ্ট পরিমাণে রক্তপাত হচ্ছে কি না। এবার ১০ আঙ্গুলের রক্তপাত চলাকালীন, কয়েক মিনিটের জন্য অপেক্ষা করুন দেখবেন ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠছে।
যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করুন। এমনভাবে তার কান ম্যাসেজ করুন যাতে ম্যাসেজের ফলে তার কান লাল হয়ে যায় এবং এর অর্থ হচ্ছে কানে রক্ত পৌঁছেছে।
তারপর প্রতিটি কান থেকে দুইফোঁটা রক্ত পড়ার জন্য প্রতিটি কানের নরম অংশে সুচ ফুটান। কয়েক মিনিট অপেক্ষা করুন দেখবেন মুখ আর বিকৃত হবে না।
কিছুক্ষণ অপেক্ষা করে রোগীর অবস্থা একটু স্বাভাবিক হলে যথাসম্ভব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করান।
জীবন বাঁচাতে রক্তক্ষয়ের এই পদ্ধতি চীনে প্রথাগতভাবে চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এই পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ, ১০০% কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে।

রাণীনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা


শেখ রাফসান মংলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে তুলসী দাস (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের কুমিড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তুলসী দাস ওই গ্রামের শ্রী: অতুল দাসের ছেলে।
জানা গেছে, তুলসী দাস এদিন রাতে বাড়ির সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়। পরিবারের লোকজন তা বুঝতে পেরে রাতেই নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় তার মৃত্যু হয়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কোন কারণে তুলসী দাস আত্মহত্যা করেছেন এখন পর্যন্ত তা জানা যায়নি।
সুএ:সময়ের কন্ঠস্বর। 

ইভিএমের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সভায় নোট অব ডিসেন্ট দিয়ে বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার।


ইভিএমের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সভায় নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদার সভাপতিত্বে শুরু হয় কমিশনের ৩৫তম এই বর্ধিত সভা। 
সভা শুরুর কিছুক্ষণ পরই মাহবুব তালুকদার বৈঠক বর্জন করেন। মূলত জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান অন্তর্ভুক্তসহ গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিওতে কয়েকটি সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
কমিশন সভায় আইনের এই সংশোধন অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর তা মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের শেষ অধিবেশনে সংশোধনী প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। এর আগে গত ২৬ আগস্ট কমিশন সভায় আরপিও সংশোধন চূড়ান্ত করার কথা থাকলেও বৈঠকটি মুলতবি করা হয়।
সুএ: সমায়ের কন্ঠস্বর। 

উত্তরার রাস্তা থেকে সরে গেছেন শ্রমিকেরা।


রাজধানীর উত্তরায় জসীমউদ্‌দীন রোড থেকে আবদুল্লাহপুর পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকেরা ওই রাস্তা থেকে সরে গেছেন। সমস্যা সমাধানে মালিককে তাঁরা সময় দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পুলিশের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল প্রথম আলোকে বলেন, বেলা পৌনে তিনটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেছেন। তাঁদের সঙ্গে ও মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। মালিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। শ্রমিকেরা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মালিককে সমস্যা সমাধানের সময় দিয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক অবরোধ করে রাখেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। ‘টপ গার্মেন্টসের’ প্রায় এক হাজার শ্রমিক অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে এই সড়ক অবরোধ করেন। উত্তরা জসীমউদ্‌দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে অবস্থান নেন। কোনো যান চলাচল করতে দিচ্ছিলেন না। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
সুএ : প্রথম আলো।  

বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

ছাত্রীর সাথে অপকর্ম মোরেলগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মামলা।


রক্ষক যদি হয় ভক্ষক, তবে হবে কোথায় সঠিক আশ্রয় , বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ম শ্রেণির এক ছাত্রীর সাথে অপকর্ম অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ৬১নং শৌলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেবব্রত সমদ্দারের বিরুদ্ধে ছাত্রীর পিতা বড় হরিপুর গ্রামের জাহাঙ্গীর মাঝি মঙ্গলবার বিকেলে মামলাটি করেছেন।
মামলায় বলা হয়েছে, সোমবার বেলা ৭টার দিকে কোচিং সেন্টারে পাঠদানের সময় শিক্ষক দেবব্রত ওই ছাত্রীকে একা পেয়ে তার সাথে জোরপূর্বক অসৌজন্যমূলক ও অশ্লীল আচরণ করেন। থানার ওসি কে.এম আজিজুল ইসলাম বলেন, শিশু নির্যতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে। 
গ্রাম বাসি বলেন এটা শুধু এই ঘটনাই নয় এরকম আরো অনেক অপকর্ম তার বিরুদ্ধে আছে , কেউ অভিযোগ করেনি কারন সুবিচার পাবেনা , তাই সবার একটাই দাবি এর সুবিচার চাই, 
এরকম ঘটনা শুধু আমাদের গ্রামে নয় যাতে সারা বাংলাদেশে দ্বিতীয় বার না ঘটে এটাই তাদের দাবি
এ সম্পর্কে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বেগম বলেন, ঘটনাটি ছাত্রী ও তার অভিভাবকদের নিকট থেকে শুনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছেন। তারা ব্যবস্থা নিবেন
এদিকে এই ঘটনার পর থেকে ওই শিক্ষক আর বিদ্যালয়ে যাননি। তিনি অননুমোদিতভাবে অনুপস্থিত আছেন বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। এ সম্পর্কে জানার জন্য সহকারি শিক্ষক দেবব্রত সমদ্দারের মোবাইল ফোনে একাধকিবার চেষ্টা করেও ফোনটি বন্ধ পাওয়া গেছে। 

‘মাত্র তিনজন আমাকে ধর্ষণ করেছে’


 জাতিসংঘের আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে মিয়ানমার সেনারা কীভাবে রাখাইনে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে রাখাইনের অন্তত ১০টি গ্রামে ঢুকে সেনারা প্রকাশ্যে ও পরিবারের সদস্যদের সামনে ৪০ নারী ও কিশোরীকে গণধর্ষণ করেছে। অবস্থাটা এতটাই ভয়ঙ্কর যে, ধর্ষিত এক রোহিঙ্গা নারী তদন্তকারীদের কাছে বলেন, ‘আমি ভাগ্যবান, মাত্র তিনজন আমাকে ধর্ষণ করেছে!’

১০ ঘণ্টায় ৮০০ জামিনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে : আইনমন্ত্রী


ঈদের আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের(সিএমএম) আদালতে দুই কার্যদিবসে ১০ ঘণ্টায় ৮০০ অভিযুক্তের জামিন মঞ্জুরের ঘটনা আইন মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান।
এদিন একটি গণমাধ্যমে প্রকাশিত ‘সিএমএম আদালতে ২ দিনে ৮০০ জনের জামিন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ১০ ঘণ্টায় ৮০০ জনের জামিনের মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ঢাকার সিএমএম আদালতে ঈদের আগে শেষ দুই কার্যদিবসে। আরও বলা হয়, এই সময়ে আবেদন করা শতকরা ৮৫ জনই জামিন পেয়েছেন।

বিমসটেক শীর্ষ সম্মেলন যোগ দিতে নেপালের পথে প্রধানমন্ত্রী


আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনে যোগ দেবেন আঞ্চলিক জোটভুক্ত ৭ দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। বিমসটেকের ৪র্থ এ শীর্ষ বৈঠকের আলোচনা হতে পারে সাধারণ বৈদ্যুতিক সংযোগ কিংবা গ্রিড কানেক্টিভিটি নিয়ে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আসতে পারে সাধারণ ঘোষণা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রায় দুই দশক ধরে প্রতিষ্ঠিত এ সংগঠনকে আরও গতিশীল করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং ভুটানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুকের সঙ্গে বৈঠক করারও কথা আছে। 

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত



র‌্যাব-৮ এর অধিনায়ক (সিও) আতিকা ইসলাম মঙ্গলবার দুপুরে জানান, মাঝের চর এলাকায় বনদস্যুরা অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছলে বনদস্যুরা প্রথমে র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট ধরে উভয়পক্ষের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক বনদস্যুর মৃতদেহ পাওয়া যায়।এসময় দস্যুদের ব্যবহৃত একটি দেশি বন্দুক, দুটি ওয়ান শুটারগান ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 মৃতদেহটি বনদস্যু নোয়া বাহিনীর সদস্য রফিকুল  ইসলাম রানার (৩৭) বলে নিশ্চিত করেছেন স্থানীয় জেলেরা

সরকারের ধারাবাহিকতা থাকলে দেশে উন্নয়ন হয়: মিলন


স্থানীয় প্রতিনিধি: সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
বুধবার (২৯ আগষ্ট) বিকাল ৪টায় বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্রিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা আছে বলেই বিশ্ব দরবারে দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবে।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা আছে বলেই স্বপরিবারে বঙ্গবন্ধু হাত্যাকাণ্ডসহ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ধারাবাহিকতা থাকলে বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক অন্য আসামীদের বিচারও এই বংলার মাটিতেই হবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সরোয়ার হেসেন, পৌর মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন দত্তসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন

যে কোনো বয়সে সরকারি চাকরির পক্ষে অর্থমন্ত্রী


যে কোনো বয়সে যে কেউ সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবে-এমনটি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার (২৯ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সরকারি চাকরিতে প্রবেশ বয়স ৩২ বছর করার ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব দেবে- এ বিষয়ে আপনার অভিমত কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো আপত্তি নেই। আমার মতে সরকারি চাকরি হওয়া উচিত কন্ট্রাক বেসিসে (চুক্তিভিত্তিক)। যে কোনো বয়সে যে কেউ চাকরি পাবে।’
এ বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল। আমি প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু ওইটা বাস্তবায়ন হয়নি। আমার মনে হয় নির্বাচনের আগে এসব ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।’
সুএ : সময়24

Hot hot



যৌতুকের জন্য বাচ্চাসহ ছেলে-বউমাকে বাড়ী থেকে বের করে দিলেন ছেলের বাবা।


যৌতুকের টাকা এনে না দেওয়ায় ছোট বাচ্চাসহ ছেলে আর বউকে বাড়ী থেকে বের করে দিলেন ছেলের বাবা। ঘটনাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার আটারই গ্রামের। এখন ছোট বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন মা সুমাইয়া খাতুন ও বাবা ইসমাঈল হোসেন।
জানা যায়, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর আটারই গ্রামের আবুল কাশেমের ছেলে ইসমাঈল হোসেনের সাথে পার্শবর্তী জেয়ালা গ্রামের রবিউল মোড়লের মেয়ে সুমাইয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অনেকভালভাবে তাদের সংসার চলছিল। ইসমাঈল হোসেন ও তার স্ত্রীর মধ্যে কোন প্রকার অমিল বা অশান্তি লক্ষ করেনি প্রতিবেশিরা। তবে অশান্তি শুরু করে ইসমাঈলের বাবা আবুল কাশেম সরদার। শ্বশুর বাড়ী হতে যৌতুকের টাকা নিয়ে আসার জন্য। আবুল কাশেম ছেলেকে চাপ দিতে শুরু করেন। বাবার কথা মত ইসমাঈল শ্বশুর বাড়ীতে বিষয় জানালে গরীর দিনমজুর শ্বশুর খুব কষ্ট করে ৩০ হাজার টাকা দেন। ৩০ হাজার টাকা পেয়ে আবুল কাশেম বেশ কিছু দিন শান্ত ছিল। এরপর আবার শুরু হয় নানা ধরনের অত্যাচার। ছেলেকে পুনঃরায় শ্বশুর বাড়ি হতে যৌতুকের টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে ছেলে ইসমাইল হোসেন শ্বশুর বাড়ীতে আর টাকা চাইতে পারবে না বলে বাবাকে জানিয়ে দেয়। ছেলের কথা শুনে ভীষণ রেগে যায় আবুল কাশেম। এরপর ৮ মাস বয়সী বাচ্চাসহ ছেলে ও বউমাকে বাড়ী থেকে বের করে দেন আবুল কাশেম। এ সময় মৌখিকভাবে ছেলেকে তাজ্যপুত্র করেছেন তিনি।
সুএ :সমেয় কন্ঠস্বর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র‍্যাবের অভিযান, আটক ১০৩।


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত ১শ ৩ জনকে আটক করেছে র‌্যাব।
তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র‌্যাব-৩ এর সিইও লে. কর্ণেল মোহাম্মদ এমরানুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন খুচরা গাঁজা বিক্রেতা এবং বাকি সবাই গাঁজা সেবনকারী বলে জানান র‌্যাবের সিইও।মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষ্যে কয়েক মাস ধরে চলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের অংশ হিসেবেই সোহরাওয়ার্দী উদ্যানে এই অভিযান চালায় র‌্যাব।   
R:sk

জনকল্যাণের জন্যই রাজনীতি, ভোটের জন্য নয় : শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করে, ভোটের জন্য নয়। আমাদের রাজনীতি জনকল্যাণের জন্য, ক্ষমতা আমাদের কাছে কোনো ভোগের বস্তু নয়, এটা আমাদের দায়িত্ব। জাতির পিতা সে শিক্ষাই দিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং গোপালগঞ্জের পার্শ্ববর্তী আট জেলার ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

মোবাইল ফোনের ‘অযৌক্তিক কলরেট’ বাতিলের দাবি।


মোবাইল ফোনের ‘অযৌক্তিক কলরেট’ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় না নিয়ে শুধু অপারেটরদের স্বার্থ বিবেচনা করে কলরেট ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৪৫ পয়সা নির্ধারণ করেছে। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করার আগে গ্রাহকদের মতামত নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। তাঁর মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে গ্রাহকদের ব্যয় বৃদ্ধি পাবে। এর জন্য কমিশন প্রয়োজনে গণশুনানি করতে পারত। তা না করে তাদের নেওয়া সিদ্ধান্ত গ্রাহককে মানতে বাধ্য করা একটি অগণতান্ত্রিক ও অনৈতিক সিদ্ধান্ত।

মহিউদ্দীন আহমেদ আরও বলেন, ‘গণমাধ্যমে বিটিআরসি কর্মকর্তাদের বক্তব্যে জানতে পারলাম, আগের ২৫ পয়সা কাগজে-কলমে হলেও রেট পড়ত ৩৫ পয়সার ওপরে। আমরা মনে করি, তাদের এ ধরনের বক্তব্য ভোক্তা অধিকার আইনের পরিপন্থী। এতে করে অপারেটরদের দুর্নীতিকে প্রকাশ্যে প্রশ্রয় দিয়েছে কমিশন।’ তাঁর মতে, বর্তমান রেটে অপারেটর, আইসিএক্স, আইজিডব্লিউ, এনটিটিএন এবং ভ্যাট যোগ করলে কলরেট দাঁড়াবে প্রায় ৫২ পয়সা, যা আগের অফনেটের ফ্লোররেটের সমান। এই কলরেট বৃদ্ধির ফলে অপারেটররা সাময়িকভাবে লাভবান হলেও ভবিষ্যতে গ্রাহকেরা বিকল্প পথে কথা বলা শুরু করলে অপারেটররা ব্যবসায় বিনিয়োগ হারাতে পারে।

মহিউদ্দীন আহমেদ অভিযোগ করেন, এমএনপি বাস্তবায়ন করার লক্ষ্যে দুর্বল অপারেটরদের বাঁচিয়ে রাখার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত বিটিআরসি নিয়েছে বলে মনে হচ্ছে। তিনি সরকারের কাছে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করে জনমত যাচাই করে বাস্তবায়ন করার দাবি জানান।
মানববন্ধনে সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন বলেন, শুধু অপারেটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে লোকচক্ষুর অন্তরালে এই মূল্যবৃদ্ধি মেনে নেওয়া যায় না। অতি দ্রুত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনগণের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ জনগণকে ফেরত প্রদান করার দাবি জানান তিনি।
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, নতুন এই কলরেটের ফলে গ্রাহকের পকেট থেকে বছরে ছয় হাজার কোটি টাকা অতিরিক্ত আদায় করা হবে। তাই মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারকে দ্রুত নতুন কলরেট বাতিল করা আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আরও অংশ নেন সাবেক সাংসদ অধ্যাপক হুমায়ুন কবির, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান কাজী ছাবের আহমেদ ছাব্বীর, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন অর রশিদ খান, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম প্রমুখ।

১৩ আগস্ট মধ্যরাত থেকে মোবাইল ফোনের প্রতি মিনিটে সর্বনিম্ন একক কলরেট ৪৫ পয়সা চালু হয়। এর ফলে মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে অফনেট ও অননেট সুবিধা থাকছে না। একই অপারেটরের নম্বরে ফোন করা হলে সেটিকে বলা হয় অননেট আর অন্য অপারেটরে ফোন করা হলে তা হয় অফনেট। সর্বোচ্চ কলরেট আগের মতোই ২ টাকা রয়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নম্বর পরিবর্তন না করে অপারেটর পরিবর্তনের সুবিধা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) চালুর আগে অননেট ও অফনেট কলের পার্থক্য দূর করা দরকার ছিল। এটা না করা হলে বাজার প্রতিযোগিতায় ছোট অপারেটররা ক্ষতিগ্রস্ত হতো। নতুন কলরেট অনুযায়ী এখন মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের জন্য নতুন মূল্য নির্ধারণ করবে।
অপারেটরদের দাবি, নতুন কলরেটে গ্রাহকের ফোন করার খরচ কমবে। কারণ, এত দিন অননেট কলে সর্বনিম্ন মূল্য কাগজে-কলমে ২৫ পয়সা হলেও প্রকৃতপক্ষে এ ধরনের কলে গড়ে গ্রাহকের খরচ হতো ৪০ পয়সা। আর অফনেট অর্থাৎ অন্য অপারেটরে কল করার খরচ পড়ে ৯০ পয়সা থেকে ১ টাকা ৪৫ পয়সা পর্যন্ত। একক কলরেট চালু হলে অননেট কলের খরচ ৫ পয়সা বাড়বে, কিন্তু অফনেট কলের খরচ কমবে ৪৫ থেকে ৫০ পয়সা। এতে গ্রাহকসংখ্যায় পিছিয়ে থাকা অপারেটরের গ্রাহকেরা বেশি সুবিধা পাবেন।
মোবাইল ফোন অপারেটরদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণফোন থেকে ৯০ শতাংশ কল হয় অননেটে, ১০ শতাংশ কল অফনেটে হয়। অন্যদিকে, সরকারের মালিকানাধীন অপারেটর টেলিটকের ১০ শতাংশ কল অননেটে ও ৯০ শতাংশ কল অফনেটে হচ্ছে। রবি ও বাংলালিংকের অননেট-অফনেট কলের পরিমাণ ৭০ ও ৩০ শতাংশ

ভোট দেয়া না দেয়া জনগনের অধিকার।



বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, গোপালগঞ্জের চারিদিকে ৮টি জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিবহন মালিক সমিতির মহাসচিবের বাস কেড়ে নিল ৫ প্রাণ


কদিনে এনা পরিবহনের বেপরোয়া বাস কেড়ে নিয়েছে ৫ তাজা প্রাণ। বুধবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ৪ জন, নরসিংদীতে ১ জন। 
দুর্ঘটনা কবলিত এনা পরিবহনের দুইটি বাসের মালিক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। বুধবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈশামোড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
নরসিংদী: নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৭০৪) ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার আমতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।

জনগণের সেবা করাটাই আমার প্রথম কর্তব্য : প্রধানমন্ত্রী


ঢাকা, ২৯ আগস্ট- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  জনগণের সেবা করাটাই আমার প্রথম কর্তব্য। তিনি বলেন, ক্ষমতা আমার কাছে কোনো ভোগের বস্তু না। ক্ষমতা হচ্ছে দায়িত্বপালন।
আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, গোপালগঞ্জের চারপাশে ৮ জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমি সব সময় মনে রাখি যে আমার বাবা দেশ স্বাধীন করে গেছেন। কাজেই জনগণের সেবা করাটাই আমার প্রথম কর্তব্য। মানুষের সেবা করাটাকে আমি কর্তব্য হিসেবে নেই।
গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট থেকে রেটিনোপ্যাথি, গ্লুকোমা, কর্নিয়া, শিশু চক্ষু রোগ, ছানি অপারেশন, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষাসহ  চোখের প্রায় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতের বিশ্ববিখ্যাত অরবিন্দ আই কেয়ার ইনস্টিটিউটের সহযোগিতায় দরিদ্র্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এ হাসপাতালে।

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

দৈনিক জাগ্রত বাংলার সম্পাদককে কুপিয়ে হত্যা

পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও  সুবর্ণা নদীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।
জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণা নদীর বাসা। তিনি বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।
ওসি ওবাইদুল হক তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি।

গ্রিন সিগন্যাল’ পেয়ে রাজনীতির মাঠে নায়ক শাকিল খাঁন


অনেক আগেই জানান দিয়েছিলেন রাজনীতি করতে চান ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক শাকিল খাঁন। বাগেরহাট ৩ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে নির্বাচনে অংশ নিতে চান শাকিল খাঁন। শুধু তাই নয় মনোনয়ন পাওয়ার বিষয়েও দারুণ আশাবাদী তিনি।
আগামী একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এরইমধ্যে মোংলায় গণসংযোগ শুরু করেছেন রুপালি পর্দার চিত্রনায়ক শাকিল খাঁন।
আজ মঙ্গলবার চিত্রনায়ক শাকিল খাঁন বাগেরহাট-৩ নির্বাচনী আসন বন্দর নগরী মোংলায় দিনভর গণসংযোগ চালান। এদিন বিকেলে উপজেলার চটেরহাট এলাকায় প্রচারণা সভায় বক্তব্যে তিনি বলেন, নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) গ্রিন সিগন্যাল দিয়েছেন তাই এলাকায় নেমে পড়েছি। জনগণের কাছে যাচ্ছি, দোয়া চাচ্ছি ভালো সমর্থনও পাচ্ছি।
এসময় নায়ক শাকিল খাঁন আরও বলেন, আমি যে আশ্বাস দিয়ে যাচ্ছি, হয়তো অনেকে মনে করতে পারেন এখানকার সাবেক সংসদ সদস্য (বর্তমান খুলনা সিটি মেয়র) তালুকদার আব্দুল খালেকও এ কথা বলে গেছেন, বাস্তবতা হচ্ছে হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, মানুষের মন তেমন সমান নয়। কাউকে সমানভাবে দেখলে আপনারা ভুল করবেন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে কাজ করে যাচ্ছি।
প্রচারণা সভায় এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর কাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান অস্বীকার মিয়ানমারের

রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের বিষয়ে দেওয়া জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি।
সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বলে এএফপির খবরে বলা হয়। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর মিয়ানমারের পক্ষ থেকে এটি প্রথম প্রতিক্রিয়া।
রাষ্ট্র পরিচালিত পত্রিকা গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারের খবরে বলা হয়, সরকারের মুখপাত্র জ হতে বলেন, ‘আমরা জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনকে মিয়ানমারে ঢুকতে দিইনি। তাই মানবাধিকার পরিষদের দেওয়া বক্তব্যের সঙ্গে একমত নই এবং মানবাধিকার কাউন্সিলের সুপারিশ গ্রহণ করতে পারছি না।’
গত সোমবার জাতিসংঘের মিয়ানমার-বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধান মিশন এক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে জানানো হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের উদ্দেশ্যই ছিল গণহত্যা। এ জন্য মিয়ানমারের সেনারা সেখানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও ধর্ষণ করেছে। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে।রাখাইনে মানবতাবিরোধী এসব অপরাধের অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংসহ ছয় জেনারেলের বিচারের সুপারিশ করেছে জাতিসংঘ।
সোমবার জেনেভায় জাতিসংঘের দপ্তরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত এক বছর ধরে মাঠপর্যায়ে কাজ করে অন্তত ৮৭৫ জন রোহিঙ্গার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্যানুসন্ধান মিশন প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদন তৈরিতে তারা ভিডিও ফুটেজ, স্যাটেলাইট চিত্র ব্যবহার করেছে।
২০১৬ সালের অক্টোবর আর ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নারকীয় তাণ্ডবের পর এই প্রথম জাতিসংঘের কোনো প্রতিবেদনে সেনাবাহিনীকে গণহত্যার অভিযোগে কাঠগড়ায় নিতে বলা হয়েছে। রোহিঙ্গাদের ওপর নৃশংসতা বন্ধে সেনাবাহিনীর রাশ টানতে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ব্যর্থ হয়েছেন, সেটাও প্রতিবেদনে বলা হয়েছে।
রাখাইনে ২০১৬ সালের অক্টোবরে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ওই তথ্যানুসন্ধানী মিশন গঠন করে। ইন্দোনেশিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল মারজুকি দারুসমানের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটির অন্য দুই সদস্য হলেন নারীর বিরুদ্ধে সহিংসতা এবং শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক জাতিসংঘের সাবেক বিশেষ র‍্যাপোর্টিয়ের রাধিকা কুমারাস্বামী ও অস্ট্রেলিয়ার মানবাধিকার পরামর্শক ক্রিস্টেফার সিডোটি।
প্রতিবেদন তৈরির জন্য তথ্যানুসন্ধানী মিশনের সদস্যরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও যুক্তরাজ্য সফর করেছেন। রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি তাঁরা বিভিন্ন ধরনের কাগজপত্র, ভিডিও, ছবি ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গবেষক আর কূটনীতিকদের সঙ্গে অন্তত আড়াই শ বৈঠক করেছেন। কারও কারও লিখিত বক্তব্য নিয়েছেন। কারও কারও সঙ্গে কথা বলেছেন টেলিফোনে।
প্রতিবেদনে ‘গণহত্যার উদ্দেশ্যে’ রাখাইনে অভিযানের জন্য মিয়ানমারের সেনাপ্রধান ছাড়া পাঁচ জেনারেলকে অভিযুক্ত করা হয়েছে। এরা হচ্ছেন উপসেনাপ্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন, বিশেষ অভিযান ব্যুরোর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অং কিউ জ, পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল মং মং সোয়ে, ৩৩ হালকা পদাতিক বাহিনী বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং অং এবং ৯৯ হালকা পদাতিক বাহিনী বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থান ও।
রাখাইনের পাশাপাশি শান ও কাচিন অঞ্চলেও সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগ রয়েছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকার বিদ্বেষমূলক প্রচারকে উসকে দিয়েছে, গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করেছে এবং সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে ‘ব্যর্থ হয়েছে’। এর মধ্য দিয়ে মিয়ানমার সরকারও নৃশংসতায় ভূমিকা রেখেছে।
২০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে গণহত্যার অভিযোগে মিয়ানমারের জেনারেলদের তদন্ত করে ‘যথাযোগ্য’ আদালতে তাঁদের বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট তথ্য পেয়েছে তথ্যানুসন্ধানী মিশন। রাখাইনে যে ধরনের অপরাধ হয়েছে, আর যেভাবে তা ঘটানো হয়েছে, সেগুলোর মাত্রা, ধরন এবং বিস্তৃতির দিক দিয়ে ‘গণহত্যার উদ্দেশ্যকে’ অন্য কিছু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টার সমতুল্য।
মিয়ানমার সরকার বরাবরই বলেছে যে রাখাইন অঞ্চলকে জঙ্গিদের ঝুঁকিমুক্ত করার জন্য সুনির্দিষ্ট অভিযান চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সামরিক প্রয়োজনে নির্বিচারে হত্যা, গণধর্ষণ, শিশুদের ওপর হামলা এবং পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার বিষয়টি কখনো সমর্থনযোগ্য হতে পারে না।’
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু চৌকিতে সন্ত্রাসী সংগঠন আরসার হামলার পর রোহিঙ্গাদের গ্রামে গ্রামে শুরু হয় মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডব। প্রাণ বাঁচাতে মরিয়া রোহিঙ্গাদের ঢল শুরু হয় বাংলাদেশে। নির্বিচারে গ্রাম পোড়ানো, হত্যা আর ধর্ষণের ভয়াবহ বর্ণনা দিয়েছেন তারা। কক্সবাজারে এখন নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ১৮ হাজার ৫৭৬। এর মধ্যে ২০১৭ সালের ২৫ আগস্টের ঢলের পর থেকে এসেছে ৭ লাখ ২ হাজার। আর ২০১৬ সালের অক্টোবরের পরের কয়েক মাসে এসেছিল ৮৭ হাজার রোহিঙ্গা। অন্যরা আগে থেকেই অবস্থান করছে বাংলাদেশে।

ঈদের নাটকে অপূর্বের আনক সাড়া

অপূর্ব।অপূর্বঈদে তো আপনার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হলো। কোনটাতে সাড়া পেলেন বেশি? 
দর্শকের প্রতিক্রিয়া বেশ ভালো। তবে বেশি সাড়া পাচ্ছি শিহাব শাহীনের পরিচালনায় বিনি সুতার টান টেলিছবি থেকে।

ওই টেলিছবিতে তো আপনার ছেলে আয়াশ অভিনয় করেছে। এ কারণেই কি বেশি সাড়া পেলেন? হা হা হা। এটাও একটি কারণ। আমার ছেলে বলে বলছি না, সবাই ওর অভিনয়ের খুব প্রশংসা করেছে। আর ছেলের সঙ্গে প্রথমবার অভিনয় করতে ভালোও লেগেছে খুব। টেলিছবিটি ইউটিউবে দুই দিনে ১০ লাখ বার দেখা হয়েছে।

টেলিছবি দেখে ছেলে কিছু বলেছে? এটা আরও মজার ঘটনা। টেলিছবির একটি জায়গায় আমার বন্ধু, যে উকিলের চরিত্রটা করেছে, সে ওকে নিয়ে যায়। টেলিছবিটি দেখার পর আয়াশের অভিযোগ হলো, ওকে যখন নিয়ে যাচ্ছিল উকিল, ওই সময় আমি কেন তাকে ধরে মার দিইনি। বারবার বলেছে, ‘বাবা, আমাকে নিয়ে গেল, তুমি ওকে কেন মারলে না?’

ঈদ কেমন কাটল? খুব ভালো। আমার বাবা তাঁর ভাইবোনদের মধ্যে সবার বড়। তাই তাঁর সব ভাইবোন মানে আমার চাচা-ফুফুরাসহ সবাই ঢাকায় আমাদের বাড়ি এসেছিলেন। বলতে পারেন পারিবারিক ঈদ কাটিয়েছি এবার।

আবার কবে থেকে শুটিং শুরু? শুটিং শুরু হয়ে গেছে। আজ (গতকাল মঙ্গলবার) নেপালে যাচ্ছি একটি ধারাবাহিক নাটক ও দুটি একক নাটকের শুটিং করতে।

আপনাকে ধারাবাহিক নাটকে খুব কম দেখা যায়। ঠিক কম নয়। তবে একক নাটকের চেয়ে কম। আমি আসলে একসঙ্গে তিনটির বেশি ধারাবাহিক নাটক করতে পারি না। দুটি এখন প্রচারিত হচ্ছে। আরেকটি করতে যাচ্ছি।

কোনটি থেকে সাড়া বেশি পাওয়া যায়? একক, নাকি ধারাবাহিক? একক নাটকে বেশি সাড়া পাওয়া যায়। এতে আসলে দর্শকদের দোষ দিয়ে লাভ নেই। আমরা এখন আর আগের মতো ধারাবাহিক নাটক দর্শকদের উপহার দিতে পারি না। দীর্ঘ ধারাবাহিকে অভিনয়শিল্পীদের দায়বদ্ধতার অভাব রয়েছে। আমিও এর বাইরে নই। এ ছাড়া ভালো গল্প ও প্রচারণার অভাব তো আছেই।

একটি অভিযোগ শোনা যায়, আপনি সব নাটকে একঘেয়ে অভিনয় করেন। এ বিষয়ে কী বলবেন? এটার সঙ্গে আমি অনেকটা একমত। আসলে বেশির ভাগ দর্শক আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে পছন্দ করেন। আমি এর আগে কয়েকটি অন্য রকম চরিত্রের নাটকে অভিনয় করেছিলাম। ওটা কিছু বোদ্ধা বন্ধুবান্ধব ও সমালোচক ছাড়া কেউই পছন্দ করেননি। সবাই বলতেন, ভাই, আপনাকে খলনায়ক বা গ্রামের চরিত্রে দেখতে চাই না। আমি তো দর্শকের অভিনেতা, তাই না? তাই দর্শক আমাকে রোমান্টিক নাটকে দেখে যেভাবে সাড়া দেন, সেটি আমি খুব উপভোগ করি।
কোন নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শুনলে খুশি হবেন? 
আমার সারা জীবনের ক্রাশ নায়িকা ববিতার সঙ্গে কোনো গুঞ্জন শুনলে।

Hiro

Hiro

পাঁচ বছর নিষিদ্ধ থেকেও শীর্ষ চারে আশরাফুল

পাঁচ বছর নিষিদ্ধ থেকেও শীর্ষ চারে আশরাফুল

বাংলাদেশের দুজন ব্যাটসম্যান ওয়ানডেতে ৫ হাজার রান পূরন করেছেন। এরা হলে তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এবার তাদের পদাঙ্ক অনুসরন করে পাঁচ হাজার রানের ক্লাবে ঢুকার সুযোগ মুশফিকুর রহীমের।
আর মাত্র ১৭২ রান করলেই পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি। দেশের হয়ে ১৮৭টি ওয়ানডে খেলা মুশফিক ৩৩.০৬ গড়ে ৪৮২৮ রান করেছেন এখন পর্যন্ত। যেখানে ৫টি শতক এবং ২৯টি অর্ধশতক হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান।
এদিকে ৫ হাজার রানের এই ক্লাবে এর আগে প্রবেশ করা তামিম ইকবালের রান ৬৩০৫। তিনি ম্যাচ খেলেছেন ১৮২টি। সাকিব আল হাসান ১৮৮ ম্যাচে করেছেন ৫৪৩৩ রান।
তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, মুশফিকের পর এই স্থানে আছেন পাঁচ বছর ধরে জাতীয় দলে নিষিদ্ধ থাকা মোহাম্মদ আশরাফুল। ১৭৭টি ম্যাচ খেলা আশরাফুলের রান ৩৪৬৮।

ভেজাল দুধ চেনার সহজ উপায়-

ব্যবসায় অধিক লাভের আশায় দিনের পর দিন বেড়েই চলেছে ভেজালের কারবার। নিত্যপ্রয়োজনীয় জিনিসে বিভিন্ন ভাবে ভেজালের ব্যবহার এখন প্রতিদিনের ব্যাপার। সম্প্রতি প্লাস্টিকের দুধ নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল।
সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমগুলির মাধ্যমে জনসাধারণের মধ্যে প্রবাহিত হয়েছিল সেই আতঙ্ক। কিন্তু কী ভাবে চিনবেন ভেজাল দুধ? তেমন কোনও উপায় আছে কি? উপায় আছে। জেনে নিন ভেজাল দুধ চেনার সহজ উপায়-
১। ভেজাল দুধ হাতে নিয়ে ঘষলে সাবানের মতো অনুভূতি হবে।
২। কিছুটা দুধ নিয়ে তার মধ্যে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেখুন। যদি নীল রং দেখা যায়, বুঝতে হবে ফর্মালিন মেশানো রয়েছে দুধে।
৩। কয়েক ফোঁটা দুধ ঘরের মেঝেতে ঢেলে দিন। মাটির ঢাল অনুযায়ী দুধ গড়িয়ে যাবে। দুধ খাঁটি হলে মেঝেতে সাদা দাগ পড়বে। কিন্তু ভেজাল দুধে কোনও দাগ থাকবে না।
৪। ফাঁকি দেয়ার জন্য অসাধু ব্যবসায়ীরা আটা, গুঁড়া দুধ, ময়দা এমনকি চালের গুঁড়োও দুধের সঙ্গে মেশান। এতে দুধের আপেক্ষিক ঘনত্বের খুব বেশি হেরফের হয় না। দুধে এসব ভেজাল মেশানো আছে কি না, তা বোঝার জন্য দু চামচ দুধ একটি কাপে নিন। এতে দুই ফোঁটা টিংচার আয়োডিন মিশিয়ে দিন। দুধের রং হালকা নীল হলে বুঝবেন, এতে ভেজাল হিসেবে আটা বা ময়দা মেশানো রয়েছে।
৫। অনেক সময় দুধে কার্বোহাইড্রেট মেশানো হয়। আধা কাপ দুধ একটা পাত্রে নিয়ে তার মধ্যে ২ চামচ লবণ দিন। দুধের রং নীল হয়ে যায় বুঝতে এতে কার্বোহাইড্রেট মেশানো হয়েছে।

new

porika mulok