বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত



র‌্যাব-৮ এর অধিনায়ক (সিও) আতিকা ইসলাম মঙ্গলবার দুপুরে জানান, মাঝের চর এলাকায় বনদস্যুরা অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছলে বনদস্যুরা প্রথমে র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট ধরে উভয়পক্ষের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক বনদস্যুর মৃতদেহ পাওয়া যায়।এসময় দস্যুদের ব্যবহৃত একটি দেশি বন্দুক, দুটি ওয়ান শুটারগান ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 মৃতদেহটি বনদস্যু নোয়া বাহিনীর সদস্য রফিকুল  ইসলাম রানার (৩৭) বলে নিশ্চিত করেছেন স্থানীয় জেলেরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন