রাজধানীর উত্তরায় জসীমউদ্দীন রোড থেকে আবদুল্লাহপুর পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকেরা ওই রাস্তা থেকে সরে গেছেন। সমস্যা সমাধানে মালিককে তাঁরা সময় দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পুলিশের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল প্রথম আলোকে বলেন, বেলা পৌনে তিনটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেছেন। তাঁদের সঙ্গে ও মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। মালিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। শ্রমিকেরা আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মালিককে সমস্যা সমাধানের সময় দিয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক অবরোধ করে রাখেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। ‘টপ গার্মেন্টসের’ প্রায় এক হাজার শ্রমিক অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ তুলে এই সড়ক অবরোধ করেন। উত্তরা জসীমউদ্দীন সড়ক থেকে আবদুল্লাপুর পর্যন্ত হাজারো শ্রমিক রাস্তার দুই পাশে অবস্থান নেন। কোনো যান চলাচল করতে দিচ্ছিলেন না। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
সুএ : প্রথম আলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন