বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

সরকারের ধারাবাহিকতা থাকলে দেশে উন্নয়ন হয়: মিলন


স্থানীয় প্রতিনিধি: সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
বুধবার (২৯ আগষ্ট) বিকাল ৪টায় বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্রিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা আছে বলেই বিশ্ব দরবারে দেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবে।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা আছে বলেই স্বপরিবারে বঙ্গবন্ধু হাত্যাকাণ্ডসহ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ধারাবাহিকতা থাকলে বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক অন্য আসামীদের বিচারও এই বংলার মাটিতেই হবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সরোয়ার হেসেন, পৌর মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন দত্তসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন