শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

বৃষ্টির অভাবে বিপাকে কুড়িগ্রামে কৃষকরা


ভাদ্রের মাঝামাঝি সময় পার হলেও কাঙ্ক্ষিত পরিমাণে বৃষ্টির দেখা মিলছে না। ফলে আমন আবাদ নিয়ে বিপাকে পড়েন কুড়িগ্রামের কৃষকরা। তাই বাধ্য হয়ে সেচযন্ত্র চালু করে উপযুক্ত সময়ের মধ্যে আবাদ শেষ করতে গিয়ে বাড়তি খরচের ধাক্কায় পড়েছেন তারা।জমি কর্দমাক্ত করে আমনের চারা রোপণ করতে হয়। আর এজন্য বৃষ্টির পানি হচ্ছে ভরসা। কিন্তু এবার কুড়িগ্রামে কাঙ্খিত পরিমাণে বৃষ্টি হচ্ছে না। জেলার রাজারহাটের আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত বছর জুলাইয়ে ৪শ ১৩ দশমিক ৫ এবং আগস্টে ৪শ ১১ দশমিক ৫ মোট ৮২৫ মিলিমিটার বৃষ্টি হয়। আর এবার জুলাইয়ে ১শ ৫১ দশমিক ১ এবং আগস্টে ৮১ দশমিক ৬ মোট ২শ ৩২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে জমিগুলো নিরস হয়ে আছে। এ অবস্থায় প্রায় ১৬ হাজার গভীর, অগভীর এবং এলএলপি সেচযন্ত্র চালু করে উপযুক্ত সময়ের মধ্যে আমান আবাদ শেষ করার চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। পাশাপাশি ক্ষেতে আগাছার পরিমাণও বেড়ে গেছে। এতে বাড়তি খরচ ঘাড়ে চাপায় দিশেহারা তারা।

কৃষকরা জানান, বেশ চিন্তায় ছিলাম। এখন শ্যাল মেশিন দিয়ে পানি দিতে গিয়ে ঘণ্টায় ১২০ দিতে হচ্ছে।

অন্য আরেক কৃষক জানান, আমরা এত টাকা দিয়ে জমিতে পানি দিচ্ছি। আমাদের সেই টাকা 
উঠবে কি না উঠবে না। সেটাও বলতে পারতেছিনা
সুএ :সময় টিভি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন