বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

জনগণের সেবা করাটাই আমার প্রথম কর্তব্য : প্রধানমন্ত্রী


ঢাকা, ২৯ আগস্ট- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  জনগণের সেবা করাটাই আমার প্রথম কর্তব্য। তিনি বলেন, ক্ষমতা আমার কাছে কোনো ভোগের বস্তু না। ক্ষমতা হচ্ছে দায়িত্বপালন।
আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, গোপালগঞ্জের চারপাশে ৮ জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমি সব সময় মনে রাখি যে আমার বাবা দেশ স্বাধীন করে গেছেন। কাজেই জনগণের সেবা করাটাই আমার প্রথম কর্তব্য। মানুষের সেবা করাটাকে আমি কর্তব্য হিসেবে নেই।
গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট থেকে রেটিনোপ্যাথি, গ্লুকোমা, কর্নিয়া, শিশু চক্ষু রোগ, ছানি অপারেশন, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষাসহ  চোখের প্রায় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতের বিশ্ববিখ্যাত অরবিন্দ আই কেয়ার ইনস্টিটিউটের সহযোগিতায় দরিদ্র্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এ হাসপাতালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন