শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

‘সুন্দরী নারী থাকলে ধর্ষণও থাকবে’

সুন্দরী নারী যত দিন থাকবে ততদিন ধর্ষণও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে। সম্প্রতি নিজের শহর দাভাওতে ধর্ষণের পরিসংখ্যানের উপর পুলিশের একটি প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। তবে তার এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নারীবাদী সংগঠনগুলো।
দুতার্তে বলেন, পুলিশ জানিয়েছে দাভাও-তে ধর্ষণের ঘটনা বাড়ছে। কিন্তু যত দিন সুন্দরী নারী বেশি থাকবে, তত দিন পর্যন্ত অব্যাহত থাকবে ধর্ষণ।
তিনি আরও বলেন, প্রথম অনুরোধেই কেউ সম্পর্কে আসেন না। নারীরা অন্তত নয়। প্রথম আবেদনে কেউ যদি সাড়া না দেয়, তা হলে ধর্ষণ করতে হয়।

প্রেসিডেন্টের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন ফিলিপিন্সের একাধিক নারীবাদী সংগঠন। তাদের মতে, প্রেসিডেন্টের এমন অশ্লীল কথায় আমল না দেওয়াই ভালো। এমনকি ধর্ষণ নিয়ে রসিকতা করার বিষয়টিরও নিন্দা করেন তারা। ফিলিপিন্সের প্রেসিডেন্ট এমন মন্তব্য প্রথম নয়। এর আগে বহুবার অশ্লীল এবং নারী বিদ্বেষী মন্তব্য করে সমালোচিত হয়েছেন। ২০১৬ সালে ফিলিপিন্সের দায়িত্ব নেওয়ার পর সেনাদের নির্দেশ দেন, তিন নারীকে ধর্ষণ করলে, শাস্তি যোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন