শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে।

কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবারের এ ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার চাকিরপশার ইউনিয়নে চাকিরপশার তালুক জোলাপাড়া গ্রামে।
কৃষকরা জানান, বেশ কিছুদিন ধরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অনাবৃষ্টি দেখা দেয়। প্রচণ্ড তাপদাহে এ অঞ্চলের মানুষ অতিষ্ট হয়ে উঠে। এমনকি বৃষ্টির অভাবে কৃষকরা স্যালো মেশিন ও বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহার করে আমন ধানের চারা রোপন করেন। প্রখর রোদ্রের কারণে শিশু-বয়বৃদ্ধরা সর্দি-জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রখর খরায় আমন ধানের লাগানো ক্ষেত ফেঁটে চৌচির হয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ্রের তাপে শাক-সবজির ক্ষেতও পুড়ে মরে যাচ্ছে। মাঝে মাঝে আকাশ মেঘ থাকলেও নেই বৃষ্টি। অনাবৃষ্টির কারণে খাল-বিল পানি শুন্য হয়ে শুকিয়ে যাচ্ছে। খাল-বিলের মাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে মাছের আকাল দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক জোলাপাড়া গ্রামের গৃহবধূরা বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করে। ওইদিন দুপুরে গ্রামের বিষাদুর বাড়ির উঠানে  হিন্দুশাস্ত্রীয় মতে দুটি ব্যাঙ ধরে নিয়ে এসে বর-কনে সাজিয়ে রাখা হয়। ওই উঠানেই কলারগাছ পুঁতে মারোয়া সাজিয়ে ধুমধাম করে ব্যাঙ দুইটির বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় কেউ কেউ বর-কনের আত্মীয় হয়ে রীতিমতো ব্রাক্ষণ দিয়ে বিয়ে সম্পন্ন করে। পরে বর-কনেকে নিয়ে গ্রামবাসীরা গ্রাম পরিভ্রমণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে শত শত দর্শণার্থী ব্যাঙের বিয়ে দেখতে ওই এলাকায় ভিড় জমায়। বিয়ের পরে উপস্থিত দর্শনার্থী ও উভয় পক্ষের আত্মীয় স্বজনদের জন্য ভূড়িভোজের আয়োজন করা হয়।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন