আঙুলে ব্যাণ্ডেজ নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় আমাদের পাগলা তামিম, ব্যাথা কমানোর ইঞ্জেকশন পুশ করে মাঠে নামে সুপার সাকিব, পাজড়ে চিড় নিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যাট চালিয়ে গুরুত্বপূর্ণ পুজি তুলে দেয় ডিপেন্ডেবল মুশি, পায়ে কার্ফিং প্রব্লেম নিয়ে খোড়াতে খোড়াতে বল করে শেষ বলে দলকে জিতিয়ে দেয় চিরসবুজ মুস্তাফিজ।
এই যে মোমেন্টামগুলো তৈরী হচ্ছে, এই যে ডেডিকেশনগুলো, এদের নেপথ্যের নায়ক এক মাশরাফি বিন মূর্তজা। হাটুতে সাত সাতটা মেজর অপারেশন নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ক্যারিয়ারকে টেনে নিয়ে যাওয়া মাশরাফি গোটা দলকে হাতে কলমে শিখিয়ে দিয়েছে, 'হোয়াট ইজ দ্যা লেভেল অব ডেডিকেশন'।
ব্রেক থ্রু দরকার, মাশরাফি। দ্রুত কিছু রান তুলতে হবে, মাশরাফি। ক্যাচ নিতে হবে, মাশরাফি। মোটিভ দরকার, মাশরাফি। কইলজা দরকার, মাশরাফি। দলের যেকোন প্রয়োজনের নাম, মাশরাফি। গোটা দলের উজ্জিবনী শক্তি, মাশরাফি।
মাশরাফি জানে কিভাবে নেতৃত্ব দিতে হয়, মাশরাফি জানে তাকে কি করতে হবে। আজকে মালিক - ইমাম জুটিটা যখন চোখ বড় করে হুংকার ছাড়ছিল ম্যাচ বের করে নেবার, উড়ন্ত বাজ পাখির মত প্রায় অসম্ভব একটা ক্যাচ লুফে নিল। ম্যাশ ছাড়া কি আদৌ সম্ভব ছিল এটা? গোটা ম্যাচে ম্যাশ আজ যা যা করলো তা আর নাই বা বললাম।
তামিম নাই, সাকিব নাই, আনফিট মুশি, , ইয়ংরা ফ্লপ, ইঞ্জুরি আক্রান্ত প্রায় ধুকতে থাকা এই দলটাই এশিয়া কাপের ফাইনালে। এর কৃতীত্ব যতটা না দলের, তার চেয়ে অনেক বেশি মাশরাফির নেতৃত্বের।
ভাগ্যিস আমাদের একজন মাশরাফি আছে <3
ক্যারিয়ার শেষে নামের পাশে আহামরি তেমন রেকর্ড হয়ত থাকবে না মাশরাফির , গ্রেটদের কাতারে মাশরাফির নামও হয়ত উচ্চারন করবে না কেউ। কিন্তু আমরা, এই জেনারেশন, মাশরাফিকে যারা কাছে থেকে দেখেছি তারা জানি মাশরাফির মাহাত্ব্য কতটা।
আমাদের ক্যাপ্টেন আমাদের হৃদয়ে থাকবে আমৃত্যু।
ক্যাপ্টেন মাশরাফির হাতে এশিয়া কাপ ২০১৮ উঠুক, ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লেখা হোক ক্রিকেটগ্রন্থে।।
#সাব্বাস_বাংলাদেশ
এই যে মোমেন্টামগুলো তৈরী হচ্ছে, এই যে ডেডিকেশনগুলো, এদের নেপথ্যের নায়ক এক মাশরাফি বিন মূর্তজা। হাটুতে সাত সাতটা মেজর অপারেশন নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ক্যারিয়ারকে টেনে নিয়ে যাওয়া মাশরাফি গোটা দলকে হাতে কলমে শিখিয়ে দিয়েছে, 'হোয়াট ইজ দ্যা লেভেল অব ডেডিকেশন'।
ব্রেক থ্রু দরকার, মাশরাফি। দ্রুত কিছু রান তুলতে হবে, মাশরাফি। ক্যাচ নিতে হবে, মাশরাফি। মোটিভ দরকার, মাশরাফি। কইলজা দরকার, মাশরাফি। দলের যেকোন প্রয়োজনের নাম, মাশরাফি। গোটা দলের উজ্জিবনী শক্তি, মাশরাফি।
মাশরাফি জানে কিভাবে নেতৃত্ব দিতে হয়, মাশরাফি জানে তাকে কি করতে হবে। আজকে মালিক - ইমাম জুটিটা যখন চোখ বড় করে হুংকার ছাড়ছিল ম্যাচ বের করে নেবার, উড়ন্ত বাজ পাখির মত প্রায় অসম্ভব একটা ক্যাচ লুফে নিল। ম্যাশ ছাড়া কি আদৌ সম্ভব ছিল এটা? গোটা ম্যাচে ম্যাশ আজ যা যা করলো তা আর নাই বা বললাম।
তামিম নাই, সাকিব নাই, আনফিট মুশি, , ইয়ংরা ফ্লপ, ইঞ্জুরি আক্রান্ত প্রায় ধুকতে থাকা এই দলটাই এশিয়া কাপের ফাইনালে। এর কৃতীত্ব যতটা না দলের, তার চেয়ে অনেক বেশি মাশরাফির নেতৃত্বের।
ভাগ্যিস আমাদের একজন মাশরাফি আছে <3
ক্যারিয়ার শেষে নামের পাশে আহামরি তেমন রেকর্ড হয়ত থাকবে না মাশরাফির , গ্রেটদের কাতারে মাশরাফির নামও হয়ত উচ্চারন করবে না কেউ। কিন্তু আমরা, এই জেনারেশন, মাশরাফিকে যারা কাছে থেকে দেখেছি তারা জানি মাশরাফির মাহাত্ব্য কতটা।
আমাদের ক্যাপ্টেন আমাদের হৃদয়ে থাকবে আমৃত্যু।
ক্যাপ্টেন মাশরাফির হাতে এশিয়া কাপ ২০১৮ উঠুক, ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লেখা হোক ক্রিকেটগ্রন্থে।।
#সাব্বাস_বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন