রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

আবারও সুন্দরবনে বাঘের হমলা।

আবারও সুন্দরবনে বাঘের হামলায় গরু।সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জয়মনি গ্রামের সাহবানু নামক এক মহিলার 4টি গরু গত 22/09/18 তারিকে শিকার হয়। খবর পেয়ে সি পি জি কর্মি সেখানে গেলে দেখতে পায় বাঘ গরুর কিছু কিছু অংশ খেয়ে পালিয়ে যায়।পরে গরু গুলো সুন্দরবনের ভিতর মাটি চাপা দিয়ে রেখে আসে সিজিপির কর্মিরা।তার সনক্ত করেন ওখানে একের অধিক বাঘ ছিল। এদিকে 4টি গরু হারিয়ে সাহবানুর পরিবার আনেক ক্ষতি ম্যধে পড়েছে বলে জানা গেছে। গরুর মালিক সাহবানু সম্পুন ভেঙ্গে পড়েছে বলে জানিয়েছে গ্রামবাসি।গ্রামবাসির সাথে কথাবলে যানাযায় বহু দিন ধরে মোংলার বৈদ্যমারী থেকে  জয়মনি প্রর্যন্ত 3 থেকে 3টি বাঘের আনাগোনা পওয়া যাচ্ছে,  বিগত বছর গুলোর মত শীত আসার সময় এবং শীতের সময় বাঘ গ্রামে এসে বিভিন্ন ধরনের পশু শিকার করে।তারা বলেন বছরে প্রায় 10 থেকে 15টি গবাদি পশু বাঘের শিকার হয়।  শীতকালে বাঘে উপদ্রব গ্রামের দিক বলে ধারনা গ্রামবাসির। তারা আরো বলেন বিগত আনেক বছর যাবত ধরে গ্রামে বাঘ আসার কারনে প্রচুর বাঘ মারা পড়েছে। বাঘ সংরক্ষন টাইগার টিম বলেন তারা গ্রামে সঠিক ভাবে দার্য়িত পালনের ম্যধে দিয়ে বিগত দুই তিন বছর যাবত কোন বাঘ গ্রামে মারা পড়েনি। তারা ঝুকি পূর্ন সময় রাত জেগে পাহড়া দেয়। যাতে রাস্তায় চলাচলে জনসাধারনের কোন সমস্যা না হয়।জেলেদের সাথে কথা বলে জনা যায় বর্তমান বাঘের চাপ রয়েছে  চাঁদপাই রেঞ্জের নন্দবালা,হারবাড়িয়া সহ মিরগারী এলাকায়। বিভিন্ন সময় জেলে উপার আক্রমন করছে ভয়ে আনেকে সুন্দরবন ছেড়ে দিয়েছে। সুন্দরবনে সৈন্দয্য ফিরাতে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই আমাদের বাঘ সংরক্ষন করতে এগিয়ে আসতে হবে যানিয়েছেন একদল গবেষক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন