সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

সাভারের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে গলাকাটা বাণিজ্য'



শেখ রাফসান মংলা প্রতিনিধি  ঃ সাভার, আশুলিয়ায় অনুমতি ছাড়াই ব্যাঙের ছাতার মত গড়ে উঠছে অনেক ক্লিনিক। নেই বিশেষজ্ঞ চিকিৎসক। প্রায়ই ভুল চিকিৎসার শিকার হচ্ছেন রোগী। সাভার ও আশুলিয়ায় অনুমতি ছাড়াই গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব সেবা কেন্দ্রে নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। এতে প্রতিনিয়ত ভুল চিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা।

সাভারে অনুমোদনহীন নিম্নমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা সেবার নামে চলছে 'গলাকাটা বাণিজ্য'। এসব প্রতিষ্ঠান রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এতে মানবিক সেবার নামে চিকিৎসা সেবা প্রতিনিয়ত কলঙ্কিত হচ্ছে। ফলে ভোগান্তির পাশাপাশি বেড়েই চলেছে রোগি মৃত্যুর হার।

ভুক্তভোগীরা বলেন, 'যে ডাক্তারের কাছেই যায় বলে এইটা না ওইটায় যাও। অনেক টাকা পয়সা শেষ হয়ে গেছে আমাদের। ডাক্তারের পেশাদারিত্ব বাদ দিয়ে তারা ব্যবসায়ীক পেশাদারিত্ব নিয়ে কাজ করে তারা।'

অভিযোগ অস্বীকার করে এসব নিম্নমানের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান ক্লিনিক মালিক সমিতির এ কর্মকর্তা। আশুলিয়া থানা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. মোহাম্মদ আসাদউল্লাহ আসাদ বলেন, 'যারা আসলেই ডাক্তার আসলেই নার্স এবং ফার্মাসিস্ট তারায় যেন এই পেশার সঙ্গে জড়িত হয়।'

এদিকে, ভুল চিকিৎসায় রোগী মৃত্যু ও অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার কথা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ডা. মোহাম্মদ আমজাদুল হক বলেন, 'মানুষের সঙ্গে অসৎ আচরণ করছে। অনৈতিক পেশায় জড়িত হচ্ছে যারা তাদের বিষয়ে আমরা সজাগ আছি।, তাদের বিষয়ে আমরা কমিটি তৈরি করছি।' বেসরকারি হিসেব মতে, উপজেলায় ক্লিনিক ও হাসপাতালের সংখ্যা প্রায় ৩ শতাধিক। যেখানে নিবন্ধিত হাসপাতাল সংখ্যা ১২৪টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন