শেখ রাফসান মংলা প্রতিনিধি :সুন্দারনের চাঁদপাই রেঞ্জের জয়মনি গ্রামের মহারাফ তালুকদার এর বাড়ি থেকে সুন্দরবনের বসবাস কারি মেঘঢুমুর (অজগার) সাপ জলে আটকান আবত্থায় দেখতে পায় বাড়ির লোক ও গ্রামবাসীরা। কিছুখন পর খবর পেয়ে উদ্ধার করতে ছুটে যায় বনবিভাগের ফরেস্ট বিটিআরটি, সি এম সি, টাইগার টিম ও এলাকার সাধারন জনগন।উব্দার কাজের সাথে ছিলেন ফরেস্ট থেকে মনির হোসেন সিপিসি থেকে এনামুল সরদার সিএমসি থেকে মাসুদ শেখ টাইগার টিম থেকে হানিফ মল্লিক ও বিটিআরটি থেকে আ:মালেক হাওলাদার।
ঘটনাত্থান থেকে জানাযায় সাপটি প্রয় 7-8 ফুট লম্বা ও 6-7 কেজি ওজন হবে। সাপটি জাল কেটে উদ্ধর করে ফরেষ্ট বিভাগ সুন্দর বনে ছেড়ে দেয়।মোংলা থানার বৈদ্যমারী থেকে জয়মনি প্রর্যন্ত প্রতিদিন সাপ পাওয়া যাচ্ছে প্রতিটি গ্রাম থেকে।ত্থানীয় প্রতিনিধি আরো বলেন বিগত কয়েক দিন যাবত জয়মনির বিভিন্ন বাড়ি থেকে সাপ পওয়া যাচ্ছে। রাস্তা ঘাটে রাতে চলাচল খুব বিপদ দেখা দিয়েছে।সুন্দর বনে পানি বৃদ্ধির কারনে ছুটে আসছে বলে গ্রামেববাসীর ধারনা। বিভিন্ন গবেষকদের ধারনা জলবায়ু পর্রিবতনে কারনে সুন্দর বনে ভিতর প্রচুর গরম আবহায়া সৃষ্টি হওয়ায় সাপ গুল ছুটা ছুটি করছে।এভাবে সাপ প্রতিনিয়ত মারা পড়লে যেভাবে পরিবেশ নষ্ট হচ্ছে এদিকে সুন্দারবনের সৈন্দয্য হারাচ্ছে।
ঘটনাত্থান থেকে জানাযায় সাপটি প্রয় 7-8 ফুট লম্বা ও 6-7 কেজি ওজন হবে। সাপটি জাল কেটে উদ্ধর করে ফরেষ্ট বিভাগ সুন্দর বনে ছেড়ে দেয়।মোংলা থানার বৈদ্যমারী থেকে জয়মনি প্রর্যন্ত প্রতিদিন সাপ পাওয়া যাচ্ছে প্রতিটি গ্রাম থেকে।ত্থানীয় প্রতিনিধি আরো বলেন বিগত কয়েক দিন যাবত জয়মনির বিভিন্ন বাড়ি থেকে সাপ পওয়া যাচ্ছে। রাস্তা ঘাটে রাতে চলাচল খুব বিপদ দেখা দিয়েছে।সুন্দর বনে পানি বৃদ্ধির কারনে ছুটে আসছে বলে গ্রামেববাসীর ধারনা। বিভিন্ন গবেষকদের ধারনা জলবায়ু পর্রিবতনে কারনে সুন্দর বনে ভিতর প্রচুর গরম আবহায়া সৃষ্টি হওয়ায় সাপ গুল ছুটা ছুটি করছে।এভাবে সাপ প্রতিনিয়ত মারা পড়লে যেভাবে পরিবেশ নষ্ট হচ্ছে এদিকে সুন্দারবনের সৈন্দয্য হারাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন