রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

জলবায়ু পরিবর্তনের কারনে মোংলায় বিশ হাজার পরিবার দূরর্ভোগে।

শেখ রাফসান চিলা মংলা: জলবায়ু পরিবর্তনের কারনে  মংলার থেকে চিলা,জয়মনি প্রর্যন্ত প্রয় বিশহাজার এর মতো ঘরবাড়ি মসজিদ মন্দির গিজাসহ বসতিবাড়ি  ভেঙ্গে নদীর সাথে মিসে যাচ্ছে।  জলবায়ু পরিবর্তনে ও নদী ভাঙ্গনে সাধারন মানুষের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।জলবায়ু পরিবর্তন নিয়ে  ০৯/০৯/২০১৮ আজ সকাল ১১টায় চিলার বাজারে এক নৌরেলির আয়োজন করা হয় এসময় উপস্তিত ছিলেন পশুর রিভার ওয়াটার কিপার এর সভাপতি মংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ ও বিভিন্ন গন মাধ্যমের সাংবাদিক  সহ নানা পেশার মানুষ।  সভাপতির বক্তিতায় মোঃ নুর আলম শেখ বলেন বর্তমান বিশহাজারের মতো পরিবার এই নদীর পাশে বসাবস করে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনে   প্রচুর পরিমাণ পানি বেড়ে যাওয়াই  এলাকার সাধারন মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট নদীর সাথে বিলিন হয়ে যাচ্ছে।তিনি আরও বলেন,এবাবে যদি চলতে থাকে তহলে সাধারন মানুষের রাস্তায় নামা ছাড়া আরকোন উপায় থাকবেনা।তিনি আরো বলেন সরকারের. দ্রুত পদক্ষেপ গ্রহন না করলে প্রয় 25000 হাজার লোক দূভোর্গে পড়বে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন